ইঁদুর ও নয়, আবারও হরিণও নয়, হাঁটে অনেকটা আবার ক্যাঙ্গারুর মত করে, পায়ের উপর ভর দিয়ে, তবে তাদের দেখা মেলা ভার, লাজুক প্রকৃতির এই প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে, ভিয়েতনামে স্হানীয়ভাবে ইঁদুর-হরিন নামেই পরিচিত এই প্রাণীটি।
বলা হয়, জন্ম, মৃত্যু আর বিয়ে এই তিনটি জিনিস নাকি সৃষ্টিকর্তার হাতে নিয়ন্ত্রিত , কোনভাবেই মানুষ এই তিনটি ঘটনাকে নিয়ন্ত্রন করতে পারে না, সেই তিনটির মধ্যে দুইটি ঘটনা খুব কাছাকাছি সময়ে ঘটে গেল হারলে ও রিয়ান দম্পত্তির জীবনে।